Saturday, April 27, 2024
দেশ

শিশুদের ক্লাসে ভর্তির জন্য বয়স নির্ধারণ করে দিল ওড়িশা শিক্ষা দফতর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিশুদের ক্লাস ওয়ানে ভর্তির জন্য নুন্যতম বয়স বেধে দিল ওড়িশার শিক্ষা দফতর। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে,৩১ শে মার্চের মধ্যে শিশুর বয়স অবশ্যই ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। তবেই ক্লাস ওয়ানে ভর্তি করা যাবে শিশুকে।

পাশাপাশি প্রি প্রাইমারি (Pre-Primary) ক্লাসের জন্য ভর্তির ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Union Ministry of Education) তরফে ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে শিশুদের স্কুলে ভর্তি করা ন্যূনতম বয়স বেধে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তি করাতে গেলে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ৬ বছরের বেশি। অর্থাৎ অন্ততপক্ষে ৬ বছর ১ দিন হলেই তবে বাচ্চাকে প্রথম শ্রেণিতে ভর্তি করা যাবে।