Monday, April 29, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে গুলির লড়াই, খতম রোহিঙ্গা জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনায় উদ্বিগ্ন সেদেশের প্রশাসন। একের পর এক জঙ্গি হামলায় নড়েচড়ে বসেছে বাংলাদেশের হাসিনা সরকার। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাবের সঙ্গে জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সংঘর্ষ হয়। অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযানে খতম এক জঙ্গি।

নিহত ওই জঙ্গির নাম এখনও জানা যায়নি। গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি ১৭ নম্বর ক্যাম্পের মামুন রশিদ ও আবদুর রহমান। ধৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা বলেন, ‘আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ (আরএসও) ১৪ থেকে ২০টি সশস্ত্র রোহিঙ্গা জঙ্গি সংগঠন আছে।

উল্লেখ্য, গত চার মাসে এই সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জন আরসা, ১১ জন রোহিঙ্গা নেতা ও অন্যরা সাধারণ রোহিঙ্গা। হত্যাকাণ্ডের ঘটনায় আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও মূল পান্ডারা ধরাছোঁয়ার বাইরেই।