‘আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের ৫টা বিয়ে, নিজেকে পুলিশ পরিচয় দিতেন’, বিস্ফোরক দাবি প্রতিবেশীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতাল কান্ডে উত্তাল গোটা বাংলা। মেডিক্যাল পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধৃতকে মূল অপরাধী বলে মনে করছে।
ধৃত যুবকের প্রতিবেশীর দাবি, “ধৃতকে ২ বছর বাড়িতে দেখা যায়নি। ছেলে একেবারেই ভালো নয়। তবে যা করতো বাইরে করতো। ৫ টা বিয়ে করেছে। কেউ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে নিয়ে এসেছেন। এটাই গল্প।”
এদিকে, পুলিশ সূত্রে খবর, ধৃতের মোবাইল ফোন ঘেঁটে মিলেছে পর্নোগ্রাফির বহু ভিডিও। ওই যুবকের মানসিক বিকৃতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৪টা নাগাদ হাসপাতালের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দেখা গিয়েছিল। ৩০ থেকে ৩৫ মিনিট পর আবার তাঁকে বেরিয়ে আসতেও দেখা যায়। এই সময়ের মধ্যেই এই ন্যাক্কারজনক কান্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের মধ্যে কোনও অপরাধবোধ দেখা যায়নি। তাকে নিরুত্তাপ দেয় যায়।