Thursday, September 19, 2024
কলকাতা

‘কঠোর সাজা দেওয়া হোক, যাতে কেউ এই ধরনের অপরাধ করতে সাহস না পায়, প্রয়োজনে সিবিআই তদন্ত করা হোক’, আরজি কর কান্ডে বার্তা মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণের পরে খুনের অভিযোগ। এই ঘটনায় কড়া বার্তা মমতার। তিনি বলেন, ‘অপরাধীকে কঠোর সাজা দেওয়া হোক, যাতে এই ধরনের অপরাধ কেউ করতে সাহস না পায়। রাজ্য সরকারের কোনও কিছু লুকানোর নেই, প্রয়োজনে অন্য কোনও সংস্থা দিয়ে তদন্ত হোক।’

মমতা আরও বলেন, ‘ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে, দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। অভিযুক্ত কালপ্রিটের কোনও ক্ষমা নেই।’