Thursday, September 19, 2024
কলকাতা

টানা ৩৬ ঘন্টা ডিউটি করেন আরজি করের ওই তরুণী চিকিৎসক, ঘুমন্ত অবস্থাতেই ‘অভয়া’কে ধর্ষণ করে খুন করা হয়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসক খুনে হাড়হিম করা তথ্য সামনে এল। জানা গেছে, ৩৬ ঘণ্টা ধরে টানা ডিউটিতে ছিলেন ওই তরুণী চিকিৎসক। ডিউটির পরে রাত ১২.৩০ নাগাদ জুনিয়রদের সঙ্গে বসে রাতের খাবার খান। এরপর বিশ্রাম নিতে এবং পড়াশোনার জন্য সেমিনার রুমে যান তাঁরা। সেমিনার হল থেকে বেরিয়ে যায় বাকিরা। সেমিনার হলেই ঘুমোচ্ছিলেন ওই চিকিৎসক তরুণী।

অভিযোগ, ঘুমন্ত অবস্থাতেই চিকিৎসক ওই তরুণীকে ধর্ষণ করা হয়। সকালে তার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর দেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল। পরনের পোশাকও খুবই অল্প ছিল। অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। 

ফরেনসিক রিপোর্টেও সাফ বলা হয়েছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই চিকিৎসক তরুণীকে। পুলিশও ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে।