Sunday, September 15, 2024
কলকাতা

‘কেস ধামাচাপা দিতে টাকার অফার করা হয়েছিল’, বিস্ফোরক দাবি আরজি কর ধর্ষণ-খুন কান্ডে মৃতার মায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল (RG Kar Medical College and Hospital) পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার বিস্ফোরক তথ্য সামনে এল। রবিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা। এরপর চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন মৃতার মা তাঁদের জানিয়েছেন, ”কেস ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চ-পদস্থ আধিকারিক তাঁদের টাকার অফারও করেছিলেন। যা শুনে তাজ্জ্বব বনে যান মৃতার পরিবার। কেস ধামাচাপা দেওয়ার না থাকলে টাকার অফার কেন করবেন? মৃতার মা জানান, মেয়ের দেহ তখন সৎকারও হয়নি সেই সময় টাকা পয়সা অফার করা হয়।”

মৃতার মা আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানান তাদের মেয়ে মেয়ে আত্মহত্যা করেছে। সেটা কোনওভাবেই মেনে নেওয়ার মতো নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল। এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়।”

উল্লেখ্য, মৃতার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে- তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ তাঁদের হাতে তুলে দিতে চাইছিলো না। দেহ ‘লুট’ করা হয়। সত্যিটা লুকানো হচ্ছে।