‘গুড মর্নিং’ নয়, ‘জয় হিন্দ’ বলতে হবে, রাজ্যের সমস্ত স্কুলগুলিকে নির্দেশ বিজেপি শাসিত হরিয়ানা সরকারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই স্বাধীনতা দিবসের পর থেকে হরিয়ানার সমস্ত স্কুলে ‘গুড মর্নিং’ এর বদলে বলতে হবে ‘জয় হিন্দ’। এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার।
বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা অধিদপ্তর বলেছে, হরিয়ানা সরকারের এই পদক্ষেপ নেওয়ার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগানো।
ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসু সর্বপ্রথম ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছিলেন। নেতাজির আজাদ হিন্দ বাহিনীর স্লোগান ছিল জয় হিন্দ। স্বাধীনতার পরেও রাষ্ট্রীয় কোনও কাজে অথবা সেনাবাহিনীতে পরস্পরের মধ্যে সম্বোধন সূচক শব্দ হিসেবে জয় হিন্দ বলা হয়।
হরিয়ানা স্কুল শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা ব্লক শিক্ষা আধিকারিক, ব্লক প্রাথমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ‘গুড মর্নিং’ এর বদলে ‘জয় হিন্দ’ বলবে। যাতে শিক্ষার্থীরা জাতীয় ঐক্যের চেতনায় প্রতিদিন অনুপ্রাণিত হতে পারে এবং দেশের সমৃদ্ধ ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হয়।