‘প্রমাণ লোপাট করতেই আরজি কর হাসপাতালে হামলা’, অভিযোগ মৃতার মায়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার রাতে আরজি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। এবার এ ইস্যুতে সবর হলেন মৃতার মা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দুপুরে মৃতার মা বলেন, ‘প্রমাণ লোপাটের জন্য এসব করা হচ্ছে। আমার মেয়েটা যাতে বিচার পায় তার জন্য আমাদের সহযোগিতা করুন। আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। সিবিআইয়ের উপর আমাদের ভরসা আছে। সিবিআই এসেছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। যা জানাবার সেটা জানিয়েছি। তদন্তের জন্য যা বলার কথা সেটা তাঁদেরকে বলেছি।’