Wednesday, April 23, 2025
রাজ্য​

মমতার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ধর্মঘটের ডাক বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনে নামছে বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘শুক্রবার দুপুর দুটো থেকে বিকাল ৪টে পর্যন্ত রাজ্যজুড়ে অবরোধ চলবে। গোটা রাজ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এরপর বিকালে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা।

সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে সম্পূর্ণ রূপে ব্যর্থ। আরজি কর কান্ডে ন্যায়বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি শুরু করছে বিজেপি।’