Wednesday, April 23, 2025
রাজ্য​

‘আরজি করে অধ্যক্ষের সঙ্গে সখ্যতা থাকলে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাওয়া যায়, উত্তরপত্র হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যায়’, বিস্ফোরক শান্তনু সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক; আরজি কর ইস্যুতে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় বুধবারই শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এরপর সন্দীপ ঘোষকে নিয়ে বোমা ফাটালেন শান্তনু। তিনি বলেন, ‘আরজি করে লেখাপড়া রসাতলে গিয়েছে। সেখানে অধ্যক্ষের সঙ্গে সখ্যতা থাকলে প্রশ্নপত্র আগে থেকে জানা যায়। উত্তরপত্র হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যায়।’ 

শান্তনু সেনের অভিযোগ, ‘আরজি করে আমার মেয়েকে একঘরে করে রেখেছিলেন সন্দীপ ঘোষের অনুগামীরা। আমার মেয়ের সঙ্গে মিশতে, খেতে, পড়তে বারণ করে দেওয়া হয়েছিল সহপাঠীদের।’