Thursday, September 19, 2024
কলকাতা

RG Kar হাসপাতালের চিকিৎসক তরুণীর অর্ধনগ্ন দেহের পাশে পড়েছিল হেডফোনের তার, সেই সূত্র ধরেই গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। মূল অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। অভিযুক্ত চেস্ট ডিপার্টমেন্টের নিরাপত্তার কাজে ছিলেন। 

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে ওই বিভাগের করিডরে দেখা গেছে, তবে তখন তার সেখানে হওয়ার কথা ছিল না। 

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন হয়েছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।