Friday, April 26, 2024
দেশ

১০ নয়, ধর্ষণ মামলায় রাম রহিম সিংয়ের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ

রোহতক ২৮ আগস্ট: দুজন নারী শিষ্যকে ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে ২০ বছরের সাজা দিয়েছে বিশেষ সিবিআই আদালত। বিচারপর্ব চলাকালীন এবং রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন বাবা। বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ডেরা সাচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিমের সাজা নিয়ে প্রথমে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও আদালতের কর্মকর্তারা পরে বলছেন, তাকে দুই সাধ্বীকে ধর্ষণের মামলার প্রত্যেকটিতে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬,৫০৬,৫০৯, ৫৩৬ ধারায় তাকে এই সাজা দেওয়া হয়।

১৫ বছর আগে যে দুই শিষ্য রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ এনেছিলেন, সাজার প্রতিক্রিয়ায় ওই দুই নারী বলেছেন, সাজা বাড়ানোর দাবিতে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে রাম রহিমের আইনজীবীরা জানিয়েছেন, ২০ বছরের সাজা কমানোর জন্য তাঁরাও উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

এর আগে হরিয়ানার পাঁচকুলাতে গত শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার অনুগামীদের তান্ডবে অন্তত ৩৮জন নিহত হন।

আজ সাজা ঘোষণার আগে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সতর্ক পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়।