Sunday, June 22, 2025
রাজ্য​

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। মৃতের পরিবারের অভিযোগ, র‌্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। সমাজের সর্বস্তরের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে শুধু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলেই র‌্যাগিং হয়, এমনটা নয়। প্রায় সমস্ত হোস্টেলই সিরিয়াররা জুনিয়রদের র‌্যাগিং করে থাকেন। বিষয়টি একটা সামাজিক ব্যধির মতো হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার থেকে ফ্রেশারদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন ডিন অব স্টুডেন্টস রজত রায়। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে।

জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য এবার থেকে আলাদা হোস্টেলের ব্যবস্থা থাকবে। 

নির্দেশিকায় বলা হয়েছে, নিউ বয়েজ হোস্টেলে থাকবেন প্রথম বর্ষের পড়ুয়ারা। আর ওই হোস্টেলের সিনিয়রদের অন্য হোস্টেলে পাঠানো হবে।