Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় দ্বিতীয় স্থানে ইরানের হিজাব বিরোধী প্রতিবাদী নারীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৩ সালের টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন ব্যক্তিত্বদের তালিকা প্রকাশিত হয়েছে। পাঠকদের বিচারে এবছর শীর্ষস্থানে রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের সেইসমস্ত মহিলারা যারা হিজাবের বিরুদ্ধে ও মহিলাদের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন।

২০২৩ সালে টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন ব্যক্তিত্বদের বেছে নেওয়ার মূল দায়িত্ব ছিল এই ম্যাগাজিনের পাঠকদের। ১২ লক্ষেরও বেশি ভোট পড়ে। ১২ লক্ষের মধ্যে শাহরুখ খান পেয়েছেন ৪ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানে হিজাব এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করা প্রতিবাদী মহিলারা। তৃতীয় স্থানে রয়েছেন ২০২০ সালে করোনাকালীন সময়ে চিকিৎসায় সাহায্যকারী অগণিত স্বাস্থ্যকর্মীরা। তাঁরা পেয়েছেন ২ শতাংশ ভোট।

চতুর্থ স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি ও মেঘান মার্কেল। তাঁরা পেয়েছেন ১.৯ শতাংশ ভোট। পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। মেসি পেয়েছেন ১.৮ শতাংশ ভোট।