ইতিহাসের আয়নায় 31 জুলাই
1498- প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস (Christophorus Columbus) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।

1658- সম্রাট আওরঙ্গজেব রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।

1911- ভারতীয় বাঙালী বাঁশী বাদক পান্নালাল ঘোষ জন্ম গ্রহণ করেন।

1919- এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
1927- নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
1980- ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন।

1992- জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।