Sunday, May 12, 2024
আন্তর্জাতিক

বাতিল করেছিল বাংলাদেশ, চিনা বিমান কিনে বিপাকে পড়ল নেপাল

কাঠমাণ্ডু: চিনা বিমানগুলি কেনার প্রস্তাব বাতিল করে দিয়েছিল বাংলাদেশ। তবে নেপাল সেই চিনা বিমানগুলি কিনেছিল। তবে ৭ আসন বিশিষ্ট ওয়াই-১২ এবং ৫৬ আসন বিশিষ্ট এমএ-৬০ বিমানগুলি কিনে ঠকে গেল নেপাল।

কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চিনের কাছ থেকে ৬টি বিমান কিনেছিল নেপাল এয়ারলাইন্স। তবে ১৭ আসন বিশিষ্ট ওয়াই-১২ এবং ৫৬ আসন বিশিষ্ট এমএ-৬০ বিমানগুলো আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। জানা গিয়েছে, অতিরিক্ত খরচের কারণেই এই বিমানগুলি চালাবে না নেপাল।

জানা যায়, প্রথমে চিনের কাছে এই বিমানগুলো ‘উপহার’ হিসেবে চেয়েছিল নেপাল। তবে তাতে রাজি হয়নি চিন। তবুও এরপরও নেপাল সরকার বিমানগুলি ক্রয় করে বেইজিংয়ের থেকে।

নেপাল এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানগুলি নেপালের জন্য উপযুক্ত ছিল না। তবে নেপাল ও চিন সরকারের মধ্যে চুক্তির জেরে জোর করে গ্রহণ করতে হয়েছে। ওই কর্মকর্তা জানান, চিনা বিমান কিনে ভুগতে হচ্ছে নেপালের এয়ার লাইন্সকে। এই বিমানগুলো চালানো মানে, জলের মতো টাকা নষ্ট করা।

উল্লেখ্য, চিনের বিরুদ্ধে নেপালের সীমান্তবর্তী গ্রাম দখলের অভিযোগ উঠলেও রীতিমতো মুখে কুলুপ এঁটে বসে আছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ওলি সরকার বর্তমানে চিনের উসকানিতেই একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন। যার ফল এবার হাড়ে হাড়ে টের পেল নেপাল।