Wednesday, May 8, 2024
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা ১৫০ তিমির মধ্যে ৭৫টি মৃত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে ভেসে ওঠা ১৫০ তিমির মধ্যে ৭৫টি এরই মধ্যে প্রাণ হারিয়েছে। আটকা পড়া বাকি তিমিগুলোকে বাঁচিয়ে রাখতে প্রাণপন চেষ্টা চলছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ডব্লিউএ) কর্তৃপক্ষ। তিমিগুলো ‘শর্ট-ফাইনড পাইলট’ প্রজাতির বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পার্থের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে হ্যামেলিন বে’ তে এক জেলে শুক্রবার সকালের দিকে এ তিমিগুলোর খোঁজ পান।

বিশেষজ্ঞ জেরিমি চিক বলেছেন, “তিমিগুলোর শারীরিক অবস্থা, বাতাসের গতিবেগ এবং ওই এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে সেগুলোকে  সমুদ্রে ফিরিয়ে দিতে যথেষ্ট বেগ পেতে হবে।”

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভেসে ওঠা তিমিগুলোর মধ্যে কেবল অর্ধেকসংখ্যক তিমি বেঁচে আছে বলে মনে করা হচ্ছে। তিমিগুলোকে আবারও সাগরে ফেরত পাঠাতে যতক্ষণ সময় লাগবে সে পর্যন্ত এগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

তিমিগুলো সৈকতে আটকা পড়ার কারণ জানা যায়নি। তবে তিমিরা অসুস্থ হলে, আহত হলে কিংবা দিক হারালে সৈকতে চলে আসতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ প্রায় ৭৫ টি তিমি মারা গেছে বলে জানিয়েছে। বাকি তিমিগুলোকে উদ্ধারে এক ডজনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে বলে জানানো হয়েছে।

সৈকতে হাঙর উঠে আসতে পারে বলেও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং লোকজনকে এলাকাটি থেকে দূরে সরে থাকতে বলেছে।