ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারে অস্থায়ী হাসপাতাল স্থাপন ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার। মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বহু বাড়ি, মসজিদ ও অন্যান্য ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
ভারতের মানবিক সহায়তা
এই সংকটময় পরিস্থিতিতে ভারত দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনার উদ্যোগে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হচ্ছে ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য। ইতোমধ্যে ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে করে ১১৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি দল মায়ানমারে পৌঁছেছে। এই অস্থায়ী হাসপাতালে ৬০ শয্যার চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া, ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ৮০ সদস্যের একটি দল উদ্ধারকাজে সহায়তা করতে পাঠানো হয়েছে।
উদ্ধার ও ত্রাণ সরবরাহ
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছে। আকাশপথে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, খাবারের প্যাকেট এবং জরুরি চিকিৎসা সামগ্রী। উদ্ধার অভিযানের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি, যেমন কংক্রিট কাটার যন্ত্র, ড্রিল মেশিন ও প্রশিক্ষিত সারমেয় দলও পাঠানো হয়েছে।
সামরিক বাহিনীর তৎপরতা
ভারতীয় সেনাবাহিনী ব্রিগেডিয়ার এইচএস মাভির নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে ভারত সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে প্রতিবেশী দেশকে সহায়তা করতে।
ভারতীয় বায়ুসেনার একটি বিমান উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটি থেকে ইয়াঙ্গনে পৌঁছেছে এবং ১৫ টন ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। ভারত এই অভিযানের নাম দিয়েছে “ব্রহ্মা অভিযান”। এছাড়া, ভারতীয় নৌসেনার দুটি জাহাজ, আইএনএস সাতপুরা ও আইএনএস সাবিত্রী, ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দুটি জাহাজের মাধ্যমে মোট ৪০ টন ত্রাণ পাঠানো হচ্ছে। পাশাপাশি, আন্দামান-নিকোবর অঞ্চলে আরও দুটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজনে পাঠানো হতে পারে।
আন্তর্জাতিক সহায়তা
ভারতের পাশাপাশি অন্যান্য দেশও মায়ানমারের দুর্যোগ মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। চীন ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া ২০ লক্ষ ডলারের ত্রাণ পাঠানোর ঘোষণা করেছে। মালয়েশিয়া ৪৯ জনের একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার সম্মিলিত প্রচেষ্টা
ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ভারতসহ বিভিন্ন দেশ একযোগে কাজ করছে। ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার সম্মিলিত প্রচেষ্টায় মায়ানমারের দুর্গত জনগণের জন্য দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।