Tuesday, May 7, 2024
খেলা

শ্রীঘ্রই ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাব, আইপিএল খেলতে চাই: মহম্মদ আমির

লন্ডন: আইপিএল হচ্ছে বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আইপিএল উপভোগ করেন। আইপিএল খেলার জন্য যে কোন ক্রিকেটারই মুখিয়ে থাকেন। এবার আইপিএল খেলতে পারলে তাকে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয় না। তাঁর কেরিয়ার এগিয়ে যায় তরতরিয়ে। তাই বিশ্বের যে কোনও ক্রিকেটারের কাছেই আইপিএল খেলা স্বপ্নপূরণের মতো। প্রতি বছর কয়েকশো ক্রিকেটারের নাম থাকে আইপিএলের নিলামে। তবে চান্স পান না সকলে।

মাঝে মধ্যেই আইপিএলে না খেলতে পারার জন্য হাপিত্যেশ করতে শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। ভারত পাকিস্তান দু’দেশের মধ্যে সীমান্ত নিয়ে চলমান বিবাদের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। শুরুর দিকে শোয়েব আখতারের মতো পাক তারকা আইপিএল খেলেছেন। কিন্তু তারপরই দু’দেশের সম্পর্ক অবনতি হওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া হয় না।

গত বছর ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাস পেসার মহম্মদ আমির। আমিরের অভিযোগ, তাঁর প্রতি বিরূপ আচরণ করতো পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমিরের নাম জড়িয়েছিল ফিক্সিংয়ে। শাস্তিও হয়েছে তাঁর। শাস্তি কাটিয়ে স্বমহিমায় ফিরে আসেন তিনি। পাকিস্তানের জার্সি গায়ে একের পর এক সাফল্য পেয়েছেন। কিন্তু তাতেও পিসিবির কর্তাদের মন জয় করতে পারেননি তিনি। ফলে কার্যত ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। তবে বিভিন্ন বিদেশি লিগে খেলবেন তিনি।

মহম্মদ আমির এখন ব্রিটেনের বাসিন্দা। তাঁর সন্তানেরা এখন ব্রিটেনেই পড়াশোনা করছে। আমির জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারেন তিনি। ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গেলে আমি আইপিএল খেলতে চাই।

উল্লেখ্য, আমিরের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভালো। বিশেষ করে বিরাট কোহলির সাথে। তাই ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গেলে মহম্মদ আমিরের আইপিএল খেলায় আর কোন বাধা থাকবে না, এমনটাই ধারণা করা হচ্ছে।