Saturday, July 19, 2025
খেলা

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত

নয়াদিল্লি: নিউজিল্যান্ডকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) শীর্ষস্থানে ভারত (Team India)। আইসিসির বার্ষিক মূল্যায়নে প্রথম স্থানে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার আইসিসি টেস্ট দলগুলির র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট দল ভারত ও নিউজিল্যান্ড র‌্যাঙ্কিংয়ে প্রথম দুটি স্থানে রয়েছে। ভারতের মোট পয়েন্ট ১২১। অন্যদিকে, বৃহস্পতিবারের আপডেটে ভারতের থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২০।

২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ম্যাচের ব্যবধানে সিরিজ জেতে ভারত। তালিকায় অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। তাঁদের রেটিং পয়েন্ট ১০৯। অন্যদিকে, ১০৮ রেটিং পয়েন্টঁ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অজিরা। ৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

৭৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।