Tuesday, May 7, 2024
বিনোদন

#MeToo: প্রত্যেক নারীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া উচিত: লতা মঙ্গেশকর

মুম্বাই: ‘#MeToo’ প্রতিবাদে উত্তাল গোটা বলিউড। এরই মধ্যে যৌন হেনস্তার অভিযোগে বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা ও গায়কের বিরুদ্ধে যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রির অন্তত হাফ ডজনেরও বেশি অভিনেত্রী। বলিউড পাড়ার বেশিরভাগ মানুষই অভিনেত্রীদের #MeToo আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের হয়ে কথা বলেছেন। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, কর্মরতা মহিলাদের যথাযথ সম্মান পাওয়া উচিত। যদি কোনও মহিলাকে তাঁর যোগ্য স্থান দিতে কেউ অস্বীকার করে, তাঁকে শিক্ষা দেওয়া উচিত। তাঁর দাবি, তাঁর সঙ্গে উল্টোপাল্টা কোনও কাজ করে পার পাওয়ার ক্ষমতা কারও ছিল না। তিনি প্রথম থেকেই সেই জায়গাটা তৈরি করে ফেলেছিলেন।

গত মাসে #MeToo প্রতিবাদের শুরুটা করেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি অভিযোগ করেছিলেন, ২০০৮ সালে ‘হর্ণ ওকে প্লিজেস’ ছবির শুটিং সেটে নানা পাটেকর তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। সে সময় দুই পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তনুশ্রী। এরপর তনুশ্রীর পথ অনুসরণ করে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ তোলেন অনেকেই।

তবে ভারতে ‘#MeToo’ আন্দোলনের প্রথম বলি হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। একাধিক যৌন হেনস্তারর অভিযোগ মাথায় নিয়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন ৬৭ বছরের এই প্রাক্তন সাংবাদিক-সম্পাদক। বুধবার বিকালে আকবর ইস্তফাপত্র জমা দেন।