Tuesday, April 30, 2024
Latestদেশ

২০২৫ সাল থেকে দেশের সমস্ত ট্রাকে চালকের কেবিনে এসি বাধ্যতামূলক: নিতিন গড়করি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৫ সাল থেকে দেশের সমস্ত ট্রাকে চালকের কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া বাধ্যতামূলক। সোমবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ি। এর ফলে দুর্ঘটনা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে নিতিন গড়করি বলেন, ‘‘ট্রাকচালককে দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা ট্রাক চালাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে আইন আছে, একটি নির্দিষ্ট সময়ের পর আর চালকদের স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হয় না। আমাদের দেশে সেটা নেই। আমাদের চালকেরা ৪৩ থেকে ৪৭ ডিগ্রির গরমে গাড়ি চালান। গন্তব্যে পণ্য পৌঁছে দেন।”

পরিবহণমন্ত্রী আরও বলেন, “আমি মন্ত্রী হওয়ার পর ড্রাইভার কেবিনে এসি বসাতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় অনেকেই আমার প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, এতে খরচ নাকি বিপুল বেড়ে যাবে। সোমবার আমি ফাইলে সই করেছি।সমস্ত ট্রাকে চালকের কেবিনে এসি বাধ্যতামূলক।’’