‘ফাঁসি দিলে দিন’, ধর্ষণ করে খুনের কথা স্বীকার করলেন RG Kar কান্ডে ধৃত যুবক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তবে এই ঘটনায় তার মধ্যে কোনও অপরাধবোধ দেখা যাচ্ছে না বলে খবর। একেবারেই নিরুত্তাপ দেখা যায় অভিযুক্তকে। জেরার সময় বলেন, ‘‘ফাঁসি দিলে দিন।’’
হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ অভিযুক্ত হাসপাতালে ঢুকেছিলেন। তারপর বেরিয়ে মদ খান। মত্ত অবস্থায় ভোট ৪টে নাগাদ আবার হাসপাতালে ঢোকেন। প্রবেশের সময়ে অভিযুক্তের গলায় ব্লুটুথ হেডফোন দেখা ছিল, বেরোনোর সময়ে সেটি ছিল না। ঘটনাস্থল থেকে ওই হেডফোনেরই ছেঁড়া অংশ উদ্ধার করা হয়েছে। এই হেডফোনের সূত্রে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তরুণী চিকিৎসকের দু’চোখ থেকে রক্ত গড়াচ্ছিল। হাত, আঙুল, পা, পেট-সহ দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। অপরাধের আগে যুবতীর উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ।
উল্লেখ্য, অভিযুক্তের প্রতিবেশীর দাবি, ‘ধৃত ৫টা বিয়ে করেছেন। তাদের মধ্যে কেউ আসছে কেউ যাচ্ছে। ধৃত একেবারেই ভালো মানুষ নয়। ২ বছর ধরে বাড়িতে আসেননি।’