Saturday, April 27, 2024
রাজ্য​

রামনবমীর মিছিল ৫ দিন হবে কেন? বেছে বেছে সংখ্যালঘু এলাকায় ঢুকে অশান্তি করা হচ্ছে: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। রবিবার সন্ধ্যায় হুগলির রিষড়ায় দিলীপ ঘোষের নেতৃত্বে রামনবমীর মিছিল বের হয়। সেই মিছিলেও ঝামেলা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এরপরেই রামনবমীর মিছিল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুললেন, ‘রামনবমীর মিছিল ৫ দিন হবে কেন?’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রামনবমীর দিন মিছিল নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল কেন? অনুমতি না দেওয়া সত্ত্বেও ইচ্ছে করে বেছে বেছে সংখ্যালঘু এলাকায় ঢুকে যাচ্ছে। রমজান মাসে ফল খাওয়া হয়। সেই ফলের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে।’’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ধর্ম যার যার নিজের। উৎসব সবার। ৬ তারিখ হনুমান জয়ন্তী। ওইদিন যেন নতুন করে কোনও গোলমাল না হয়। সকলকে সতর্ক থাকতে বলবো। আমরা সবাই বজরঙ্গবলীকে সম্মান করি। কিন্তু ওরা যেন আবার নতুন করে অশান্তির ছক না কষতে পারে, সেদিকে নজর রাখতে হবে।’’

উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ রামনবমী থেকে হনুমান জয়ন্তী অবধি টানা কর্মসূচি ঘোষণা করেছে।