Saturday, April 27, 2024
খেলা

পাকিস্তানে থাকা আর জেলে বাস করা একই বিষয়: সাইমন ডুল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তান (Pakistan) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুল (Simon Doull)। সম্প্রতি পাকিস্তানে তাঁর সঙ্গে ঘটা যাওয়া ঘটনাবলীর কথা স্মরণ করে তিনি বলেন, ‘পাকিস্তানে থাকা (Living in Pakistan) আর জেলে বাস করা (Living in Jail) একই বিষয়।’

কেন তিনি এহেন মন্তব্য করলেন? জানা গেছে, সাইমন পাকিস্তানে গিয়েছিলেন সেখানকার ক্রিকেট লিগের ধারাভাষ্য দিতে। আর গিয়ে তিনি হাড়েহাড়ে বুঝতে পারেন, কত ধানে কত চাল। বুঝতে পারেন পাকিস্তান বিশ্বের বাকি দেশগুলির থেকে অনেকটাই আলাদা। অনেকটাই জেলখানার মতো।

পাকিস্তানের থাকা দিনগুলির কথা স্মরণ করে সাইমন বলেন, “পাকিস্তানে থাকা আর জেলে বসবাস করা একই রকম অনুভূতি। আমি বাইরে বের হতে পারতাম না কারণ বাবর আজমের ভক্তরা আমার জন্য অপেক্ষা করত। পাকিস্তানে আমার বহুদিন কেটেছে কোনও রকম খাবার ছাড়াই। আমাকে মানসিকভাবেও অত্যাচার করা হয়েছে। কিন্তু, ভগবানের অশেষ কৃপায় কোনওরকমে পাকিস্তান থেকে পালিয়ে আসতে পেরেছি।”