Thursday, May 9, 2024
দেশ

বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছরে ‘কালো দিবস’ পালন বামদলগুলির

নিউদিল্লি: অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর হচ্ছে আজ। এ উপলক্ষে নানা কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। বামপন্থীদলগুলি আজকের দিন ‘কালো দিবস’ হিসেবে পালন করছে। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদ ‘শৌর্য দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছে। এ কারণে অযোধ্যায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। শহরে প্রতিটি গাড়ি পরীক্ষার জন্য ব্যাবহার করা হচ্ছে বম্ব ডিটেক্টর। পুলিশের পাশাপাশি শহরে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ানও। নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে অযোধ্যা ও ফৈজাবাদ শহরকে।

অযোধ্যা ও ফৈজাবাদের মুসলিম সংগঠনগুলি আজকের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করছে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এদিন সিপিএম, সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লক, সিপিআই(এম-এল), এসইউসিআই-র মতো বামদলগুলি ‘কালো দিবস’ পালন করছে।

অন্যদিকে, বাবরি ধ্বংসের আজকের দিনটিকে ‘শৌর্য ও বিজয় দিবস’ হিসেবে পালন করার ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও সহযোগী সংগঠনগুলো। অযোধ্যা ও ফৈজাবাদের বাসিন্দাদের বাড়িতে দ্বীপ জ্বালিয়ে আজকের দিনটি পালনের ডাক দিয়েছে বজরং দল।