Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে ‘হত্যার পরিকল্পনা নস্যাৎ’

লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যার এক পরিকল্পনা নসাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মে-র ওপর হামলা ও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

সন্ত্রাস দমন আইনে নাইমুর জাকারিয়া রহমান (২০) ও মোহাম্মদ আকিব রহমান (২১) নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। ২০ বছর বয়সী নাইমুরের বাস উত্তর লন্ডনে এবং ২১ বছরের আকিব থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে। আজ বুধবার আটক ওই দুই যুবককে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।

তেরেসা মে

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত নসাৎ করার বিষয়টি মন্ত্রিসভার কাছে উন্মোচন করেন ব্রিটিশ নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু পার্কার।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার জানান, গতবছর যুক্তরাজ্যে এরকম নয়টি সন্ত্রাসী হামলার চক্রান্ত নসাৎ করেছিলো দেশের নিরাপত্তা বিভাগ।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এর আগে গত মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে। মে মাসে ম্যানচেস্টার আরেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হন। জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় মৃত্যু হয় অন্তত ১১ জনের।