Tuesday, May 7, 2024
দেশ

মোদীর ভাষণে মুগ্ধ হয়ে ভাষণের অংশ নিয়ে গান বাঁধলেন লতা মঙ্গেশকর

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর সভার ভাষণের অংশ ব্যবহার করে গাইলেন লতা মঙ্গেশকর।পুলওয়ামা হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালায় ভারতীয় বায়ুসেনা। সেদিনই রাজস্থানের চুরুতে সভায় গিয়ে সেই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের।

চুরুতে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি…। সঙ্গে জনগণকে আশ্বাস দিয়েছিলেন, দেশ সুরক্ষিত হাতে আছে। নরেন্দ্র মোদীর ভাষণই অনুপ্রেরণা হয়ে উঠল লতা মঙ্গেশকরের। এমনকী সেই সভায় তাঁর ভাষণের অংশকে ব্যবহার করে তৈরি হয়ে গেল একটি গানও। গানের সুর দেন ময়ূরেশ পাই। শনিবার সেই গানটি টুইট করেন ভারতরত্ন লতা মঙ্গেশকর।

টুইটারে গানের ভিডিওটি শেয়ারও করেন তিনি। লতা মঙ্গেশকর বলেন, কিছুদিন আগে, আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীর ভাষণ শুনছিলাম। উনি একটি কবিতার কিছু অংশ ব্যবহার করেন। যা আমার মনে হয়েছে, সব ভারতীয়র মনের কথা। ওই পংক্তি আমারও মনকে ছুঁয়ে গেছে। ওটি আমি রেকর্ড করি। আর আজ আমাদের দেশের বীর জওয়ানদের ও নাগরিকদের কাছে তা সমর্পণ করছি।

গানের শুরুর আগে তাঁর এই বক্তব্য জানিয়ে তাঁর টুইট ভাইরাল হয়ে যায়। লতা মঙ্গেশকরের এই গান শুনে আপ্লুত প্রধানমন্ত্রীও। পালটা টুইট করে জানিয়েছেন, এই গানের মধ্যে দিয়ে আপনার স্নেহ ও আশীর্বাদ আমার কাছে প্রেরণা হয়ে থাকবে।