Sunday, May 19, 2024
দেশ

জঙ্গিনেতা মাসুদ আজহারকে ‘সাহাব’ বলে তুমুল বিতর্কে জড়ালেন আরজেডি বিধায়ক

পাটনা: মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে জইশ-ই-মহম্মদ প্রধান ও পুলওয়ামা কাণ্ডের মাস্টার মাইন্ড জঙ্গিনেতা মাসুদ আজহারকে, ‘মাসুদ আজহারজি’ সম্বোধন করে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার ভোটের প্রচার সভায় জঙ্গিনেতা মাসুদ আজহারকে ‘সাহাব’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন আরজেডি বিধায়ক হাজি সুভান।

তেজস্বী যাদবের উপস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করলেন হাজি সুভান। ভোটের প্রচার সভায় জঙ্গিনেতা মাসুদ আজহারকে সাহাব বলে সম্বোধন করলেন তিনি।

হাজি সুভান রবিবার মোদীকে আক্রমণ করে বলেছেন, মাসুদ আজহার সাহাবকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় চিনের ভেটো দেওযার বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি মোদী। মাসুজ আহজারকে সাহাব বলাতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ রাহুল গান্ধী বলেছিলেন, যাঁরা ৫৬ ইঞ্চির ছাতি দেখিয়ে মাসুদ আজহারকে খতম করার কথা বলছেন তাঁদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই এক সময় মাসুদ আজহারজিকে সঙ্গে নিয়ে কান্দাহারে ছেড়ে এসেছিলেন।