Tuesday, May 7, 2024
দেশ

বিবিসি ভারতে ব্রিটিশদের শাসন-শোষণ, অত্যাচার নিয়ে ডকুমেন্টারি বানায় না কেন? কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিজেকে হিন্দু বলে মনে করেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। কারণ, তাঁর মতে হিন্দু  শব্দটা যতটা না ধর্মীয়, তার চেয়ে এটি একটি ভৌগলিক শব্দ। তিনি বলেন, যে ভারতে জন্মগ্রহণ করেন, যে ভারতে উৎপাদিত খাবার খান, যে ভারতের নদীর জল পান করেন, তিনি নিজেকে হিন্দু বলার অধিকারী। আমাকেও হিন্দু বলা উচিত।

আরিফ মহম্মদ বললেন, আমাকেও হিন্দু বলবেন। ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করেছিল। শনিবার তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কেরলের রাজ্যপাল বিবিসির তৈরি ডকুমেন্টারি সম্পর্কে বলেন, ভারতে ব্রিটিশ রাজ নিয়ে কেন কোনো তথ্যচিত্র তৈরি হয়নি? শিল্পীর হাত কাটার সময় ডকুমেন্টারি বানালেন না কেন? রাজ্যপাল বলেন, যারা ভবিষ্যদ্বাণী করছিল যে ভারত ভেঙে যাবে এবং একে অপরের সাথে সংঘর্ষ করবে। তারা হতাশ।

রাজ্যপাল বলেন, ভারত বিশ্বে খুব ভালো করছে, তাই এই লোকেরা হতাশ। কেন তারা ব্রিটিশ নৃশংসতার উপর একটি ডকুমেন্টারি বানাননি? আমি আমার নিজের কিছু লোকের জন্য দুঃখিত, কারণ কিছু লোক আদালতের সিদ্ধান্তকে বিশ্বাস করছে না।

কেরলের রাজ্যপাল বলেন, ভারত কোনও গরিব দেশ নয়, তাই ভারতের সম্পদের লোভে বাইরের মানুষ এখানে এসেছে। কিন্তু ১৯৪৭ সাল নাগাদ আমরা দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের প্রতীক হয়ে উঠেছিলাম। এখন সবকিছু বদলে গেছে। আজ ভারতীয়রা বিশ্বের অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে অধিষ্ঠিত। এর ফলে বিশ্ব বুঝতে পারছে ভারতের সম্ভাবনা।