Tuesday, May 7, 2024
দেশ

কর্ণাটকে কংগ্রেসের জয়ের প্রভাব পড়বে না লোকসভা ভোটে: প্রশান্ত কিশোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সদ্যসমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসন জিতেছে তাঁরা। তবে কর্ণাটকে ভোটের ফলাফল ২০২৪ সালের লোকসভা ভোটে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

পিকে বলেন, “কর্ণাটকে কংগ্রেসের সাফল্যের জন্য অভিনন্দন জানাই। এই ফলের উপর দিকে তাঁকিয়ে তাঁরা যেন লোকসভা ভোটের দিকে না এগোয়, এ বিষয়ে আমি তাদের সতর্ক করতে চাই।”

তিনি করিয়ে দেন, ‘২০১৩ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয়ের পরও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস শোচনীয়ভাবে হেরেছিল। বিজেপির শক্ত ঘাঁটি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় কংগ্রেস জেতার কয়েক মাস পরে ২০১৯ সালের সংসদ নির্বাচনে হেরেছিল।

পিকে আরও বলেন, “২০১২ সালে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছিল। দু’বছর পর লোকসভা ভোটে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA) ৮০টি আসনের মধ্যে ৭৩টি আসন জিতেছিল।”