বৌদ্ধ ধর্মের মেয়েকে বিয়ে ছেলের, বাবা নাজির আহমেদকে দল থেকে বহিস্কার করলো বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি বরাবরই লাভ জিহাদের বিরুদ্ধে। ফের একবার তারই প্রমাণ দিল বিজেপি। এবার ছেলে ভিনধর্মে বিয়ে করার অপরাধে বাবাকে দল থেকে বহিস্কার করলো বিজেপি।
লাদাখে বিজেপির বর্ষীয়ান নেতা নাজির আহমেদের অভিযোগ, বৌদ্ধ ধর্মীয় মেয়ের সঙ্গে পালিয়ে তার ছেলে বিয়ে করেছে। এর জন্য তার কাছে কৈফেয়ত চায় বিজেপি। তিনি ছেলের এই পরিকল্পনায় জড়িত কিনা তাও জানতে চাওয়া হয়। তবে তার জবাব মনঃপুত হয়নি রাজ্য নেতৃত্বের। তাই তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। খারিজ করা হয়েছে সদস্যপদ।
জানা গেছে, ৭৪ বছর বয়সী নাজির আহমেদ লাদাখ বিজেপির সহ-সভাপতি ছিলেন। তিনি জানিয়েছেন, মাস খানেক আগে এক বৌদ্ধ মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তার ছেলে। পরে তার ছেলে এবং ওই বৌদ্ধ মেয়ে বিয়ে করেন। এই অপরাধেই তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে।
নাজিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুধবার বিজেপির কর্মসমিতির বৈঠক বসে। সেখানেই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। নাজিরকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করেন লাদাখে বিজেপির সভাপতি ফুকচোক স্তানজিং।