‘বসিরহাটে পুলিশের সামনে জাতীয় পতাকা ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়া হলো’, শাস্তির দাবি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ ১৫ আগস্ট। গোটা দেশ ভারতের স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা। এই আবহেই জাতীয় পতাকার অবানাননার অভিযোগ বসিরহাটে। ঘটনার ভিডিও (ঘটনার সত্যতা যাচাই করে দেখেনি কলকাতা ট্রিবিউন) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়দের একাংশের কথায় এক নাবালক ছাদে উঠে জাতীয় পতাকা খুলে মাটিতে ছুড়ে ফেলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
I hang my head in shame that this incident has happened in West Bengal.
The Indian Flag has been disrespectfully grubbed up and thrown to the ground. This dispicable incident occurred yesterday at Itinda, Basirhat; North 24-Parganas, in front of Police personnel.
The Indian… pic.twitter.com/1TQdWyXaOX
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 14, 2023
ঘটনার ভিডিও টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে শুভেন্দু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা লজ্জায় মাথা নিচু করে দেয়। ভারতের জাতীয় পতাকাকে তুলে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।’
শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ‘জাতীয় পতাকা হল দেশের প্রতীক। ভারতের জাতীয় পতাকা বা ভারতের সংবিধানকে পুড়িয়ে ফেলা, বিকৃত করা, ধ্বংস করা, পদদলিত করা বা অবমাননা করা অপরাধ। এই অপরাধের জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পরে। দুঃখজনকভাবে এখানে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে।’