মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে ব্যাপক সাড়া, ৯ কোটি মানুষ পতাকার সঙ্গে সেলফি আপলোড করেছেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ ১৫ আগস্ট, ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। এবারও দেশজুড়ে পালিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আর এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। মোদী সরকারের হর ঘর তিরঙ্গা (প্রতিটি বাড়িতে তিরঙ্গা) ওয়েবসাইটে ৯২ মিলিয়নেরও বেশি সেলফি আপলোড হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এটিকে ‘বিশাল সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করেন। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযানে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির সাথে সাথে এটি একটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ তিরঙ্গার সঙ্গে সেলফি আপলোড করছেন। জাতীয় পতাকার সাথে সেলফির পাশাপাশি, লোকেরা মেরি মাতি, মেরা দেশ (আমার মাটি, আমার দেশ) প্রচারে অংশ নিচ্ছেন।’