ভারতের স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় ফুটে উঠল তেরঙা, অথচ জায়গা পেল না পাক পতাকা; হতাশ পাকিস্তানিরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতি বছরের মতো এবছরও ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করলো বুর্জ খলিফা। ভারতের স্বাধীনতা দিবস (Independence Day India 2023) উপলক্ষে ভারতীয় তেরঙ্গা ছবি ভেসে উঠলো বুর্জ খলিফায়।
১৫ আগস্ট ১২ টা ১ মিনিটে (স্থানীয় সময়) দুবাইয়ের বুর্জ খলিফায় (Burj Khalifa) ভারতের তেরঙ্গা পতাকা। বেজে ওঠে ‘জনগণমন’। দুবাইয়ে অবস্থিত হাজার হাজার ভারতীয় আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
#BeggarPakistan git pranked #Dubai #BurjKhalifa refused to light Pakistan flag on #14August.#14AugustBlackDay.@hyrbyair_marri @FreeBaluchMovt @BaluchWarna @BobLancia @Bharat24Liv @ani_digital @RDXThinksThat @spvaid @Gen_RajShukla @Genbakshi_in pic.twitter.com/TJNvHfL17H
— Mir Yar Baloch (@miryar_baloch) August 14, 2023
এদিকে, ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকা দেখা যায়নি। এই ঘটনায় বেজায় চটেছেন পাকিস্তানরা। রীতিমতো বিষয়টি নিয়ে মিমসের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, ব্রিটিশ শাসন থেকে একই সঙ্গে স্বাধীনতা লাভ করে ভারত এবং পাকিস্তান। প্রতিবছর পাকিস্তানের স্বাধীনতা দিবস বুর্জ খলিফা উদযাপন করলেও এবছর করেনি কেন তা জানা যায়নি। তবে এ ঘটনায় বেজায় ক্ষুব্ধ পাকিস্তান।