Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

Elon Musk on Vivek Ramaswamy: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীকে সমর্থন করলেন ইলন মাস্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী (Vivek Ramaswami)। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে সামিল হবেন ৩৭ বছর বয়সী বিবেক রামাস্বামী। ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর ভূয়সী করলেন ইলন মাস্ক।

বিবেকের একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন এক মার্কিন সাংবাদিক। সেই ভিডিও নিজের রিপোস্ট করে বিশ্বের শীর্ষ ধনী তথা টুইটারের (এক্স) মালিক টুইটে লিখেছেন, “প্রেসিডেন্ট হিসেবে খুবই সম্ভাবনাময় রামাস্বামী।” 


উল্লেখ্য, কেরালার বাসিন্দা ছিলেন রামাস্বামীর বাবা-মা। কেরালা থেকে আমেরিকায় পাড়ি দেন তাঁরা। আমেরিকাতেই জন্ম হয় বিবেকের। পড়াশোনা করেছেন হার্ভার্ড ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকার বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম তিনি। সেই বিবেকের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্পেসএক্স, টেলসার মালিক ইলন মাস্ক।

প্রসঙ্গত, ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ জন ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। দৌঁড়ে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বর্তমানে ব্রিট্রিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভুত। ব্রিটেনের পরে এবার কি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসবেন ভারতীয় বংশোদ্ভুত কেউ? সেটা সময়ই বলবে।