Thursday, May 9, 2024
বলিউড

হিন্দুদের আস্থা-বিশ্বাস থেকেই ভারতে গণতন্ত্র এসেছে: জাভেদ আখতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারতে গণতন্ত্র থাকার পিছনে হিন্দুদের অবদান আছে বলে দাবি করলেন চিত্রনাট্যকার এবং গীতিকার কবি জাভেদ আখতার। তার মতে, ‘হিন্দু ধর্মের সবচেয়ে বড় বিষয় হল, মানুষের প্রতি বিশ্বাস ধরে রাখা, আর সেই আস্থা-বিশ্বাস থেকেই ভারতে গণতন্ত্র এসেছে।’

উল্লেখ্য, সত্তরের দশকে ভারতীয় বাণিজ্যিক সিনেমায় বিপ্লব ঘটানোর অন্যতম কারিগর জাভেদ আখতার। তিনি মুম্বাইয়ে দীপাবলীর এক উৎসবে হাজির হয়ে বলেন, ‘হিন্দুরা ভীষণ সহনশীল, তাদের মন অনেক বড়।’

জাভেদের কথায়, ‘হিন্দুদের অন্যতম বৈশিষ্ট্য হল মানুষকে বিশ্বাস করা। সেজন্যই আমরা গণতন্ত্র পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘রাম-সীতা কেবল হিন্দু দেব-দেবী নন, বরং তারা ভারতীয় সংস্কৃতির অংশ।’

রাম সীতার দেশে জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত বলে মনে করেন তিনি। তার কথায়, ‘মর্যাদা পুরুষোত্তম’ বললে তার মনে রামের কথাই আসে।

জাভেদ তার ছেলেবেলার স্মৃতিচারণা করে জানান, তিনি লখনউতে বড় হয়েছেন। সেখানকার ধনী ব্যক্তিরা শুধুমাত্র গুড মর্নিং বলতেন, বাকিরা জয় সিয়া রাম’ বলে শুভেচ্ছা জানাতেন।

জাভেদ আখতার সকলকে ‘জয় সিয়া রাম’ বলে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান। তার কথায়, ‘শ্রীরাম’ কথাটি ভালোবাসার পাশাপাশি একতা প্রকাশ করে।