Monday, May 6, 2024
কলকাতা

ব্রিগেডে লাখো কন্ঠে গীতাপাঠের অভিনব উদ্যোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৪ ডিসেম্বর ব্রিগেডে লাখো কন্ঠে গীতাপাঠের অভিনব উদ্যোগ। এই উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মঠ-মিশনের আশ্রমিক থেকে স্কুল পড়ুয়া, প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও।

জানা গেছে,২৪ ডিসেম্বর সকাল ৯টায় ২০ হাজার ৮টি শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হবে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সকল বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, গত বছর মায়াপুরে একসঙ্গে ৫ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন। এবার লাখো মানুষ একসঙ্গে গীতা পাঠ করে নয়া রেকর্ড গড়তে চলেছে।