‘এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না, মুসলিমদের সঙ্গে কোনও আপস করা হবে না’, জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের উকিল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে বারাণসীর জ্ঞানবাপী মামলাটি আদালতে বিবেচনাধীন রয়েছে। আদালতের নির্দেশে এএসআই জ্ঞানবাপী কমপ্লেক্সে সমীক্ষা চালাচ্ছে। এদিকে, হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। এবং আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন বলেছেন, ‘এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। মুসলিম পক্ষের সাথে কোনো আপস করবে না।’
জ্ঞানবাপী নিয়ে কোনো চুক্তি নেই। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন বলেন, ‘জ্ঞানবাপীর সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা ফলাফল প্রকাশ করা হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
সমীক্ষা প্রসঙ্গে হরিশঙ্কর জৈন বলেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। আদালত যে সিদ্ধান্তই দেয় না কেন, ঈশ্বরের নির্দেশেই দেয়। আমি নিশ্চিত যে সিদ্ধান্ত যাই আসুক না কেন তা হিন্দুদের পক্ষেই হবে। জ্ঞানবাপীর ব্যাপারে কোনো আপস হবে না। শুধু তাই নয়, বারাণসীর অন্যান্য জায়গায় যেখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, সেখানেও আমরা লড়াই করব।’
হিন্দুদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে ১৪ আগস্ট বৈদিক সনাতন সংঘ মুসলিম পক্ষকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার আবেদন করেছিল। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন কোনো সংগঠনের নাম না করে বলেন, ‘যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছে তারা হিন্দুদের বিভ্রান্ত করছে। এ ধরনের লোকেরা হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছে।’