Monday, May 13, 2024
দেশ

গুজরাটে রিখটার স্কেলে ৫.৫ মাত্রায় ভূমিকম্প

গান্ধীনগর: রবিবার সন্ধ্যায় একইসঙ্গে কেঁপে উঠল গুজরাট ও কাশ্মীর। এদিন রাত ৮ টা ১৩ মিনিটে রাজকোট ও কচ্ছ-সহ গুজরাটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাজকোট শহরের ১২২ কিমি উত্তর-পশ্চিমে। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। কম্পনের তীব্রতায় আহমদাবাদ, সৌরাষ্ট্র-সহ বিভিন্ন এলাকার মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের পরে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে রাজকোট, কচ্ছ ও পাটানের জেলাশাসককে ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।


এদিকে, এদিন রাত ৮ টা ৩৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরেও রিখটার স্কেলে ৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কাটরা থেকে ৯০ কিলোমিটার দূরে।