Wednesday, April 23, 2025
Latestজীবনযাপন

১০ মিনিটেই দুয়ারে এসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্রুত ডেলিভারি পরিষেবার ক্ষেত্রে এক নতুন মাইলফলক সৃষ্টি করল Blinkit। তীব্র গরমের বিষয়টি মাথায় রেখে দিল্লি-এনসিআর অঞ্চলে মাত্র ১০ মিনিটের মধ্যে এয়ার কন্ডিশনার (AC) ডেলিভারি পরিষেবা চালু করেছে সংস্থাটি। Eternal Ltd (পূর্বে Zomato নামে পরিচিত) মালিকানাধীন এই প্ল্যাটফর্ম My Lloyd-এর সঙ্গে অংশীদারিত্বে এই পরিষেবা দিচ্ছে।

Blinkit-এর সিইও Albinder Dhindsa এই বিষয়ে X (পূর্বে Twitter) প্ল্যাটফর্মে ঘোষণা করেন, “আমরা @MyLloydIndia-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছি, যাতে এই গ্রীষ্মে তাদের এয়ার কন্ডিশনার দ্রুত ডেলিভারি করতে পারি। দিল্লি-এনসিআর-এ ইতিমধ্যেই ডেলিভারি শুরু হয়েছে, এবং খুব শীঘ্রই অন্যান্য শহরেও এই পরিষেবা পৌঁছবে।” Blinkit জানিয়েছে, ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টলেশন পরিষেবা উপলব্ধ থাকবে।

Blinkit-এর সম্প্রসারিত ১০-মিনিট পরিষেবাগুলি

Blinkit সম্প্রতি তাদের ১০-মিনিট ডেলিভারি পরিষেবার পরিধি আরও বাড়িয়েছে। ফেব্রুয়ারি ২০২৫-এ, সংস্থাটি কিছু নির্বাচিত শহরে Apple-এর MacBook Air, iPad, AirPods, এবং Apple Watch-এর ১০-মিনিটের মধ্যে ডেলিভারি চালু করে। এই পরিষেবা বর্তমানে দিল্লি-এনসিআর, মুম্বাই, হায়দরাবাদ, পুনে, লখনউ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, বেঙ্গালুরু এবং কলকাতায় চালু রয়েছে।

জানুয়ারি মাসে Blinkit পরীক্ষামূলকভাবে ‘Bistro’ নামে ১০-মিনিটের খাবার ডেলিভারি পরিষেবা চালু করে। প্রাথমিকভাবে শুধুমাত্র গুরগাঁওয়ে চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে গুণগত মানসম্পন্ন, ক্যান্টিন-ধরনের খাবার গরম অবস্থায় ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

জরুরি চিকিৎসা পরিষেবায় Blinkit

Blinkit শুধু খাদ্য ও ইলেকট্রনিক্স নয়, জরুরি চিকিৎসা ক্ষেত্রেও তাদের পরিষেবা সম্প্রসারণ করেছে। সংস্থাটি গুরগাঁওয়ে ১০-মিনিট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। এই পরিষেবার অধীনে প্রাথমিকভাবে ৫টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে, যা অত্যাবশ্যকীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম ও প্রশিক্ষিত মেডিকেল কর্মীদের নিয়ে সজ্জিত।

দ্রুততম রিটার্ন ও এক্সচেঞ্জ সুবিধা

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সাইজ ও ফিট নিয়ে গ্রাহকদের সমস্যার সমাধানে Blinkit একটি ১০-মিনিটের রিটার্ন ও এক্সচেঞ্জ পরিষেবা চালু করেছে। বর্তমানে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেতে এই পরিষেবা পাওয়া যাচ্ছে এবং সংস্থাটি ভবিষ্যতে আরও শহরে এটি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

Blinkit-এর এই উদ্ভাবনী উদ্যোগগুলি গ্রাহকদের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলছে। AC থেকে শুরু করে জরুরি চিকিৎসা পরিষেবা, Blinkit-এর দ্রুত ডেলিভারি মডেল আধুনিক সময়ের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।