Wednesday, April 23, 2025
Latestদেশ

অসমে মিসড কলের মাধ্যমে তৃণমূলের সদস্য সংগ্রহ অভিযান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সংগঠন শক্তিশালী করতে সক্রিয় হয়েছে তৃণমূল কংগ্রেস। এরই অংশ হিসেবে চলতি বছর অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত নির্বাচনের দিকে নজর রেখে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে দলটি। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে অসমে সংগঠন বিস্তারের কাজ চলছে পুরোদমে।

মিসড কল ক্যাম্পেনের সূচনা

অসম তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, দ্রুত সদস্য সংগ্রহের উদ্দেশ্যে একটি বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। ৮৯৫৭৯-৮৯৫৭৯ নম্বরে মিসড কল দিলেই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সদস্য হতে পারবেন। গুয়াহাটিতে দলের কার্যনির্বাহী কমিটির সম্প্রসারিত সভায় এই ক্যাম্পেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শনিবার অসম তৃণমূলের ফেসবুক ও এক্স (টুইটার) হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে নম্বরটি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়, ‘‘নতুন পরিবর্তনের কণ্ঠস্বর হোন। ৮৯৫৭৯-৮৯৫৭৯ নম্বরে মিসড কল করুন এবং অসম প্রদেশ তৃণমূলের অংশ হোন।’’

সংগঠন শক্তিশালী করার প্রচেষ্টা

এই সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি সংগঠনের ভিত মজবুত করতেও উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তিনসুকিয়ায় বড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে দলের অসম শাখার সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর ও সুস্মিতা দেব উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগে তিনসুকিয়ার প্রাক্তন কংগ্রেস প্রার্থীও তৃণমূলে যোগ দিয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের তৎপরতা

অসমে আসন্ন এক স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে তৃণমূল চারটি আসনে প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছেন সুস্মিতা দেব। গত লোকসভা নির্বাচনে তৃণমূল অসমে চারটি আসনে লড়াই করেছিল। এবার পঞ্চায়েত নির্বাচনেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কতটি আসনে লড়বে, তা এখনও চূড়ান্ত নয়। দলীয় সূত্রের খবর, যেসব আসনে সংগঠন শক্তিশালী করা সম্ভব হবে, সেখানেই প্রার্থী দেওয়া হবে। আপাতত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে দল গুছিয়ে নিচ্ছে তৃণমূল। মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের এই উদ্যোগ কতটা সফল হয়, সেটাই এখন দেখার।