Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ফিটনেস সেন্টারে অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জেচিওন শহরের একটি ফিটনেস সেন্টারে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ভয়াবহ এই আগুনে আরো অন্তত ২৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির চুংচেঅং প্রদেশের জেছিয়ন শহরের আটতলা ভবনে আগুন লাগে। এতে ২৯ জনের মৃত্যুসহ অন্তত ২৬ জন গুরুতরভাবে দগ্ধ হন। উদ্ধার অভিযান চলছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ফায়ার এজেন্সির এক মূখপাত্র।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, যারা মারা গেছেন তারা দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিলেন। সেখানে টয়লেটে থাকায় তারা সহজে বের হতে পারেননি।