Tuesday, April 16, 2024
আন্তর্জাতিক

বিশ্বে ২০১৭ সালে দুর্যোগে ক্ষতি ৩০৬ বিলিয়ন ডলার

চলতি বছর বিশ্বজুড়ে হওয়া বিভিন্ন দুর্যোগে ক্ষতির পরিমাণ ৩০৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে বীমা জায়ান্ট সুইস রে। ক্ষতির এই পরিমাণ গত বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি এবং গত কয়েক দশকের গড়ের অনেক উপরে।

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা মহাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, মেক্সিকোতে ভূমিকম্প ও ক্যালিফোর্নিয়ার দাবানল ছিল এর ম|ধ্যে ভয়াবহ। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়লেও হতাহতের সংখ্যা আগের চেয়ে বাড়েনি। সুইস রে-র হিসেবে ২০১৭ সালে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা প্রায় ২০১৬ সালের সমান।

বীমা কোম্পানিটির গবেষণা শাখা সিগমা জানিয়েছে, এই ক্ষয়ক্ষতির জন্য প্রায় ১০২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে বীমা কোম্পানিগুলোকে যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। হারিকেন হার্ভে, ইরমা ও মারিয়ার আঘাতের ফলে ৯৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে।