Sunday, May 12, 2024
রাজ্য​

করোনা যুদ্ধে লড়াইয়ের জন্য রাজ্যের প্রাপ্য ৩৪৬১ কোটি টাকা মিটিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: রাজ্য সরকারের বরাবরই অভিযোগ করে আসছে কেন্দ্রের তরফ থেকে কিছুই আসছে না। তবে কেন্দ্রের দাবি ধারাবাহিক ভাবে যা দরকার, তা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো দুটি মেডিক্যাল টিম নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। তবে তার মধ্যেই সোমবার রাতে করোনা মোকাবিলায় বিশেষ অর্থ মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে এপ্রিল মাসের কিস্তি ৪৬,০৩৮.৭০ কোটি টাকা বণ্টনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর ও শুল্কের বাবদ এপ্রিল মাসের জন্য রাজ্যগুলির যা বরাদ্দ, সেই টাকা দিয়েছে কেন্দ্র। পঞ্চদশ ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী এই অর্থ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফিনান্স কমিশন সুপারিশ করেছে, কেন্দ্রের রাজস্বের ৪১ শতাংশ রাজ্যদের দেওয়ার।

অর্থমন্ত্রক কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্য রাজ্যেগুলির এপ্রিল মাসের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার অনুমোদন দেওয়ায় করোনা পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ পেতে চলছে ৩৪৬১.৫৪ কোটি টাকা। উত্তরপ্রদেশ পাচ্ছে ৮২৫৫.১৯ কোটি টাকা, বিহারের পেতে চলেছে ৪৬৩১.৯৬ কোটি টাকা এবং মধ্যপ্রদেশ পাচ্ছে ৩৬৩০.৬ কোটি টাকা।

অর্খমন্ত্রক টুইটে জানিয়েছে, এই টাকা রাজ্যগুলি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করতে পারবে। এন কে সিংয়ের নেতৃত্বাধীন অর্থ কমিশন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় রাজস্বের ৪১ শতাংশ দেওয়ার জন্য সুপারিশ করে। ১% পাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।