Wednesday, April 23, 2025
Latestজীবনযাপন

ইদে বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন সলমন 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইদ-উল-ফিতর উপলক্ষে বলিউড সুপারস্টার সলমন খান তাঁর ভক্তদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এবার তিনি প্রথাগতভাবে খোলা বারান্দায় না এসে বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছেন। সোমবার মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে এই বিশেষ উপায়ে তিনি ইদের আনন্দ ভাগ করে নিয়েছেন।

বুলেটপ্রুফ কাঁচের পিছনে সলমন

প্রতি বছর ইদে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে বারান্দায় আসা সলমনের একটি প্রিয় ঐতিহ্য। কিন্তু এ বছর নিরাপত্তার কারণে তিনি বুলেটপ্রুফ কাঁচের পিছনে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়েন। এই বুলেটপ্রুফ কাঁচ তিনি ২০২৫ সালের শুরুতে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে স্থাপন করেছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মৃত্যুহুমকির পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে, যার ফলে এই সতর্কতা।

এদিন সলমন সাদা রঙের পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছিলেন। তাঁর পাশে দেখা গেছে তাঁর বোনপো আহিল এবং বোনঝি আয়াতকে। দুজনেই হাসিমুখে ক্যামেরায় ধরা পড়েছেন। সলমন ভক্তদের দিকে হাত নেড়ে ‘নমস্কার’ ভঙ্গিতে কৃতজ্ঞতা জানান। কখনও তিনি ভাগ্নি আয়াতের দিকে তাকিয়ে হেসেছেন, আবার কখনও তাঁর সঙ্গে কথা বলার সময় বাইরে জড়ো হওয়া ভিড়ের দিকে ইশারা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা

সলমন সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “শুক্রিয়া, থ্যাঙ্ক ইউ আর সব কো ঈদ মোবারক (ধন্যবাদ। সবাইকে ইদের শুভেচ্ছা)।” ভিডিওতে তাঁর হাসিমুখ এবং ভক্তদের প্রতি স্নেহ স্পষ্ট। তবে, বুলেটপ্রুফ কাঁচের ব্যবহার তাঁর জীবনে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছে।

নিরাপত্তার ছায়ায় উৎসব

সলমন খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোইয়ের হুমকি এই বছরের একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে তাঁর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।