দুর্গাপুজোর থিমে আরজি কর কান্ডের প্রতিবাদ নয়, বহু পুজো কমিটিকে নির্দেশ পুলিশের, বিতর্ক তুঙ্গে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে শিল্পীদের ভাবনায় যে দুর্গাপুজোর থিমে আরজি কর কান্ডের প্রতিবাদ ফুটিয়ে তোলা হবে সে বিষয়ে অনেকটাই নিশ্চিত পুলিশ। তাই দুর্গাপুজোর থিমে আরজি কর কান্ডের ছোঁয়া যাতে না পড়ে তা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ।
জানা গেছে, একাধিক থানার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর থিম কি হবে তা আগে থেকেই জানাতে হবে পুজোকমিটিকে। নিউটাউনের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সাফ জানিয়েছে, পুজোয় কোনওভাবেই আরজি কর কান্ডের কোনও বিষয় ফুটিয়ে তোলা যাবে না। থিম থেকে শুরু করে আরজি কর সংক্রান্ত কোনও ব্যানার-পোষ্টার-হোর্ডিংও লাগানো যাবে না। জলপাইগুড়ি জেলা পুলিশ লিখিত ভাবে জানিয়েছে, দুর্গাপুজোর থিম ও ভাবনা আগে থেকেই তাদের জানাতে হবে। আপত্তি জানালেই করতে হবে পরিবর্তন।
পুলিশের দাবি, পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নির্দেশে বেজায় ক্ষুব্ধ পুজো কমিটিগুলো।