ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট, বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরত পাঠালো অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট করায় এক বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরত পাঠালো অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)। জানা গেছে, এনআইটি-র ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মাইশা মাহাজাবিন। সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এনআইটি কর্তৃপক্ষ।
অভিযোগ, এনআইটির প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হুসাইন আলফী ৬ মাস আগে ভারত থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি বাংলাদেশে বসবাস করছেন। ফেসবুকে আলফীর ভারত বিদ্বেষী পোস্ট করেন। সেই পোস্টে মাইশা লাভ রিঅ্যাক্ট দিয়েছিলেন। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন অনেকে।
তবে জানা গেছে, ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়নি। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কোর্স শেষ না হওয়ায় ওই ছাত্রী আবার ফেরত আসবেন কিনা তা জানা যায়নি।
উল্লেখ্য, বর্তমানে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী এনআইটি শিলচরে পড়াশোনা করছেন। তাদের ভারতবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় পুলিশ।