Thursday, September 19, 2024
রাজ্য​

আরজি কর কান্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান নিতে অস্বীকার বারাসাতের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি পুজো কমিটির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডের প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান নিতে অস্বীকার করছে একের পর এক পুজো কমিটি। উত্তরপাড়ার পর এবার বারাসত। দুর্গাপুজোর সরকারি আর্থিক অনুদান নিতে অস্বীকার করলো বারাসাতের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি পুজো কমিটি।

পাশাপাশি, ধর্ষণ ও খুন হওয়া তরুণী চিকিৎসকের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বস্ত্র বিতরণ ও রক্তদানের মতো সমাজসেবা মূলক কর্মসূচির আয়োজন করবে ওই পুজো কমিটি।