করোনা সংকট নিয়ে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে আলাপ মোদীর
নয়াদিল্লি: করোনা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। টুইটে এ খবর নিজেই জানিয়েছেন নমো। উল্লেখ্য, ১ মে ভারতে আসছে রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’।
টুইটে মোদী পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথাবার্তা হয়েছে। করোনা যুদ্ধে ভারতের পাশে থাকার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছি।
করোনা পরিস্থিতির পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়েও পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী। টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা বিশেষত মহাকাশ গবেষণা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যাপারেও আলোচনা হয়েছে। হাইড্রোজেন অর্থনীতির নানা দিক নিয়েও আলোচনা হয়েছে।
টুইটে আরও বলা হয়েছে, ভারত-রাশিয়া সম্পর্ককে আরও নিবিড় করতে বৈদেশিক ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা হয়েছে। মোদী উল্লেখ বলেন, রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।